Health Insurance করা আমাদের জীবনের জন্য খুব জরুরী!

Health Insurance আমাদের সবার জীবনে নিশ্চয়তার একটি প্রতীক হতে পারে।

Health Insurance আমাদের সবার জীবনে নিশ্চয়তার একটি প্রতীক হতে পারে। বর্তমানে আমাদের আধুনিক, ব্যস্ত, জটিল জীবন ও স্বাস্থ্যের জন্য Health Insurance জরুরী হয়ে পড়েছে। আশির দশক বা তার আগের নির্মল জীবনের কথা ভাবুন। সে সময় আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু গ্রহণ করেছি, তার সব ছিল নির্ভেজাল, নির্মল ও প্রাকৃতিক। আমাদের এখনকার জটিল জীবনের কথা একটু চিন্তা করুন। সকাল হতে রাত পর্যন্ত দেহ ও জীবনের জন্য যা কিছু গ্রহণ করছি। তার সব কিছুতেই আছে বিষ, কেমিক্যাল অথবা ভেজাল, হোক না সেটা অতি সুক্ষ্ম।

Health Insurance আমাদের সবার জীবনে নিশ্চয়তার একটি প্রতীক হতে পারে।

আপনারা আশ্চর্য হতে পারেন এই ভেবে, Health Insurence এ আবার এ বিষয় কেন। আগে রাতে ঘুমালে শহরগুলোতে কম বেশী ইলেক্ট্রিক ফ্যান ব্যবহার হতো। এখন শহর তো বটেই গ্রামেও অনেকে এয়ার কুলার বা এসি ব্যবহার করে। ফলে দেহের প্রাকৃতিক ভারসম্যতা, সহ্য ক্ষমতা বা সহনশীলতা নষ্ট হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে আগে প্রাকৃতিক গাছ গাছড়ার ডাল ব্যবহার করে দাঁত মাজতেন এখন বিভিন্ন পদের বাহারী কেমিক্যাল মিশ্রিত টুথপেষ্ট দিয়ে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরের ক্ষতি করছেন। আগে সকালে নাস্তা হিসেবে ভাত, পান্তা ভাত, খিচুরী বড়জোড় রুটি খেতেন। এখন সকালের নাস্তায় তৈলাক্ত পরোটা বা ফাস্ট ফুড না হলে চলছে না।

Health Insurance আমাদের সবার জীবনে নিশ্চয়তার একটি প্রতীক হতে পারে।

আগে বাজার থেকে সাক সবজি, ফলমুল, তারকারী যা কিছু কিনতেন তার মধ্যে কীটনাশক, রাসায়নিক সার, ফরমালিন বা অন্য কেমিক্যালের নাম গন্ধ ছিল না। প্রাকৃতিক শক্তি ও সার, গোবর ইত্যাদি বালাই নাশক হিসেবে ব্যবহার হতো। এখন যা কিছু কিনবেন সব কিছুতে বিষ বা ভেজাল আছেই। আগের দিনে মায়েরা রান্নার কাজে শক্তি ও পুষ্টিগুণ সমৃদ্ধ শরিষার তেল ব্যবহার করতেন। এখন সর্ব রোগ সৃষ্টির মুল কারণ সয়াবিন তেল ছাড়া কোন রান্নাই হয় না। এ সব বিষাক্ত খাদ্যাভাস আমাদেরকে Health Insurance এর পদক্ষেপ নিতে বাধ্য করছে।

Health Insurance আমাদের সবার জীবনে নিশ্চয়তার একটি প্রতীক হতে পারে।

শহর, গ্রাম, বন্দরসহ দেশের আনাচে কানাচে অনিয়মত্রান্ত্রিক ভাবে গড়ে উঠেছে অসংখ্য ফ্যাক্টরী ও কল কারখানা। যা একই সাথে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ ও পরিবেশ দূষণ করছে। এর ফলে আমাদের জন্ম, বৃদ্ধি, চলাফেরা, খাবার সর্বত্রই বিষ বা কেমিক্যালের ছোঁয়া লাগছে। দেশের যত্রতত্র গড়ে ওঠা ইটের ভাটার কালো ধোঁয়া ও বিভিন্ন যানবাহন হতে নির্গত কালো ধোঁয়া আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে বিষ টেনে নিতে বাধ্য করছে। এ কারণ গুলো নিজেদের জীবনের নিশ্চয়তার স্বার্থে Health Insurance সম্পর্কে ভাবাচ্ছে। প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট কারণে পরিবেশ ও প্রকৃতির ভারসম্য নষ্ট হচ্ছে। ফলে আমরা বসবাস করছি একটি অসম পরিবেশে।

জনসংখ্যা বৃদ্ধি, অসংখ্য যানবাহনের চাপ জীবনকে দুর্ঘটনার মধ্যে রেখেছে। ঘর থেকে দু ধাপ বেড়িয়ে রাস্তায় গেলে শুরু হয় দুর্ঘটনা ও সংকার মুহুর্ত। তখন কেউ জানে না, সে আদৌ ভালো ভাবে বাড়ী ফিরবে না বাস চাপায় মারা যাবে। নিজের জীবনেই যখন সংকা তখন মানুষ তার জীবন বা স্বাস্থ্যের নিরাপত্তায় Health Insurance সম্পর্কে ভাববেই! পরিবেশের প্রভাব, খাদ্য গ্রহণ সহ আমাদের জীবনের সব কিছুই এখন বিষাক্ত। ফলে আমাদের দেহের জটিল থেকে জটিলতর কলকব্জা গুলো তাদের কর্ম ক্ষমতা হারিয়ে ফেলছে। নতুন ও জটিল ব্যাধির সৃষ্টি হচ্ছে, মানুষের আয়ুষ্কাল কমছে। এ সব কারণে মানুষ Health Insurance এ ঝুঁকছে।

Health Insurance আমাদের সবার জীবনে নিশ্চয়তার একটি প্রতীক হতে পারে।
p

ইন্সুরেন্স নিয়ে অনেক কথা হলো, Health Insurance কি, আমাদের সেটা জানা দরকার। Health Insurance হলো এক ধরনের লভ্যাংশ। যা বিভিন্ন সরকারী সংস্থা, ব্যক্তিগত প্রতিষ্ঠান বা নন প্রফিটেবল প্রতিষ্ঠান দিয়ে থাকে। যেখানে দাতা সংস্থা চিকিৎসার জন্য সর্বোচ্চ বিল ধার্য্য করেন। সেই মোতাবেক পলিসি ক্রেতাকে তারা ভাগ করে অর্থ দিয়ে থাকেন। অবশ্য এ সুবিধার জন্য পলিসি ক্রেতাকে একটি নির্দিষ্টি পরিমান অর্থ নিয়মিত কিস্তি বা এককালীন পরিশোধ করতে হয়। সহজ কথায় পলিসি ক্রেতা একটি অনাকাংখিত বিল পায় যেখানে অন্যরা পায় না। সাধারণত পলিসির অর্থ ছোট ছোট গ্রুপে ভাগ করে দেয়া হয়। যাতে সবাই স্বাস্থ্য খাতে ব্যয় বহন করতে পারে।

Health Insurance বা লাইফ ইন্সুরেন্স ক্রেতা কিস্তি বা এক কালীন অর্থ পরিশোধ করে পলিসি সুবিধা নিতে পারেন। তাই এটি সুবিধাজনক ও সাশ্রয়ী। আমাদের দেশে বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানী আছে। যেমন MetLife, Delta Life, Jiban Bima, Popular Life, Sondhani Life, Progoti, Meghna Life ইত্যাদি। এ গুলোর যে কোন একটি হতে আপনি Health Insurance পলিসি বেছে নিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে সহায়তা পেতে পারেন। যা সময়ের বিচারে হতে পারে আপনার জন্য মোক্ষম সিদ্ধান্ত।

2 thoughts on “Health Insurance করা আমাদের জীবনের জন্য খুব জরুরী!”

  1. Thank you very much for uploading class useful and quality content. Good luck material for you with likes and full races
    Dollar Buy Sell

    Reply

Leave a Reply